বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাতীয় পার্টি এখন কারও দালালি করে না: চুন্নু

  •    
  • ৬ অক্টোবর, ২০২২ ১৪:৫৩

নির্বাচন কমিশনে গিয়ে জাপা নেতা যখন এখন কারও দালালির রাজনীতি করেন না উল্লেখ করেন, সে সময় একজন সাংবাদিক প্রশ্ন ছুঁড়ে দেন, তাহলে জাতীয় পার্টি আগে কারও দালালির রাজনীতি করত কি না। তবে জবাব না দিয়ে সে প্রশ্ন এড়িয়ে যান তিনি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে গত তিনটি সংসদের মধ্যে দুটিতে বিরোধী দলের ভূমিকা পালন করার সুযোগ পাওয়া জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, তার দল কারও দালালি করে না।

বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দাবি করে চুন্নু বলেন, ‘জাতীয় পার্টি এখন কারও দালালির রাজনীতি করে না।’

এ সময় একজন সাংবাদিক প্রশ্ন ছুঁড়ে দেন, তাহলে জাতীয় পার্টি আগে কারও দালালির রাজনীতি করত কি না। তবে জবাব না দিয়ে সে প্রশ্ন এড়িয়ে যান তিনি।

দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের পত্নী ও কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ দলের যে সম্মেলন ডেকেছেন, তার সঙ্গে দলের মূলধারার কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান চুন্নু।

তিনি বলেন, ‘আমি জাতীয় পার্টির মহাসচিব, আমার জানা মতে কোনো কাউন্সিল নাই। কে কোন কাউন্সিল করল, এটা নিয়ে আমার কোনো বক্তব্যও নাই, সম্পর্কও নাই।

‘কে বা কারা কাউন্সিল ডাকে সেটাও জানি না। জাতীয় পার্টির নামে আরও বহু দল আছে। তাতে আমাদের কিছু আসে যায় না। আমাদের বর্তমান চেয়ারম্যান বা কো-চেয়ারম্যানের পক্ষ থেকে একটি লোকও কোথাও যায়নি। আমাদের বর্তমান সাংগঠনিক কাঠামো অনুযায়ী এখনও কেউ দল ছেড়ে যায়নি।’

দুই একজন বিশৃঙ্খলা করেছিল উল্লেখ করে চুন্নু বলেন, ‘সেজন্য তাদেরকে আমরা অব্যাহতি দিয়েছি। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগও তাদের দলের একজন সংসদ সদস্যকে অব্যাহতি দিয়েছে। তারাও কিন্তু দলের বিশৃঙ্খলার জন্য তাকে অব্যাহতি দিয়েছে। দলের সাংগঠনিক নিয়ম মেনেই আমরা তাদের অব্যাহতি দিয়েছি।’

এ বিভাগের আরো খবর