চট্টগ্রামে হানিফ পরিবহনের একটি বাস ব্রেকফেল করে অন্য একটি মিনিবাস, দুটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ৪টার দিকে বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় এই ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতের নাম জানা যায়নি।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম।
ওসি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শাহ আমানত সেতুর শহর প্রান্তে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের বাসটি ব্রেকফেল করে। পরে এটি নিয়ন্ত্রণহীন হয়ে দুটি সিএনজি অটোরিকশা, একটি মিনিবাস ও একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ৬ জন মারাত্মক আঘাত পান।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।
নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।