চট্টগ্রামের লোহাগড়ার বড়হাতিয়ায় মদ্যপ অবস্থায় পূজামণ্ডপে ঢুকে মাতলামি করায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাতে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ।
দণ্ড পাওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম জুয়েল হিরু। তিনি বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক।
ইউএনও শরীফ উল্যাহ জানান, মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় বড়হাতিয়া ইউনিয়নের উত্তর বড়হাতিয়া সেনেরহাট এলাকার একটি পূজামণ্ডপে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন জুয়েল। গালিগালাজ ছাড়াও দর্শনার্থীদের সঙ্গে খারাপ ব্যবহারও করছিলেন তিনি।
এ সময় মণ্ডপে দায়িত্ব পালন করা আনসার সদস্যরা তাকে নিবৃত্তের চেষ্টা করেও ব্যর্থ হন।
ইউএনও বলেন, ‘লোহাগড়া থানার ওসিসহ আমরা রাউন্ডে ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষার মাধ্যমে মদ্যপ থাকার বিষয়টি স্পষ্ট হয়।’
এ অবস্থায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মদ্যপ অবস্থায় পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জুয়েলকে ৬ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড করা হয় বলেও জানান ওসি।