পৌনে ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে খুলনার বৃহত্তম পাইকারি বাজারের আগুন।
খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেহ উদ্দিন বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, বড় বাজারে দুপুর ১টার দিকে আগুন লাগে। বেলা পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
সালেহ উদ্দিন আরও বলেন, ‘এখন ডাম্পিংয়ের কাজ চলছে। ধারণা করছি (বৈদ্যুতিক) শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নির্ণয় করা হবে।’
এর আগে ফায়ার সার্ভিস জানিয়েছিল, বাজারের ভৈরব স্ট্যান্ড রোডের একটি দোকান থেকে দুপুরে আগুনের সূত্রপাত হয়। পরে এ আগুন পাশের অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
বাহিনীর নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, খুলনার বিভিন্ন স্টেশন থেকে ৮টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
খুলনা বড় বাজার ব্যবসায়ী সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক শেখ আনিচুর রহমান মিঠু বলেন, “আজকে পূজা উপলক্ষে সব দোকান বন্ধ ছিল। দুপুরে ‘কংস বণিক’ নামের একটি অ্যালুমিনিয়ামের দোকানে আগুন লাগে। সেখান থেকে আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
“পৌনে ২ ঘণ্টায় প্রায় সাতটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় আড়াই কোটি টাকার মালামাল পুড়ে গেছে।”
তিনি আরও বলেন, ‘আমরা ধারণা করছি, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।’
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সমর কুমার ব্যানার্জি বলেন, ‘আমার কিছু থাকল না। নগদ ১০ লাখ টাকা পুড়েছে। ১ কোটি টাকার মালামাল পুড়েছে।
‘আজ ব্যাংকে টাকা দেয়ার কথা ছিল। সব পুড়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘ক্যাশের টাকা অনেকে আবার চুরিও করে নিয়ে গেছে।’