অপহরণের দীর্ঘদিন পরও কম্পিউটার প্রকৌশলী নাফিজা সাদিয়া নাহিয়ানকে কেন উদ্ধার করা যায়নি, তার ব্যাখ্যা জানাতে তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট।
তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই অনিক ভক্তকে ১১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় সশরীরে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।
বিচারপতি মো. সোহরাওয়ারদী ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
অপহরণ মামলায় আটক কম্পিউটার ইঞ্জিনিয়ার অনির্বাণ দাস গুপ্তের জামিন আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেয়।
আদেশের বিষয়টি বুধবার নিউজবাংলাকে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
তিনি জানান, আগামী ১১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।
আদালতে আসামির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, চলতি বছরের জুলাইয়ে মোহাম্মদপুর থানায় চারজনের বিরুদ্ধে নাফিজা অপহরণ মামলা হয়, কিন্তু এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ অবস্থায় গ্রেপ্তার আসামি বিচারিক আদালতে জামিন চেয়ে ব্যর্থ হওয়ায় হাইকোর্টে আবেদন করেছেন।
তিনি আরও জানান, কেন নাফিজাকে উদ্ধার করা যায়নি, সে বিষয়ে জানতে এ মামলার তদন্ত কর্মকর্তাকে সশরীরে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে।
অপহরণের অভিযোগে গত ১৬ জুলাই রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করেন নাফিজার মা সুফিয়া বেগম। মামলার পরের দিন আসামি জয়পুরহাটের সবুজনগর থানার বাসিন্দা, কম্পিউটার প্রকৌশলী অনির্বাণ দাস গুপ্তকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
ওই মামলায় তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। সে সময় আদালত মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেন।