গ্রিড বিপর্যয়ের পর রাজধানীর বড় অংশেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে এসেছে। বাকি অংশেও দ্রুতই বিদ্যুৎ ফিরবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকার বিদ্যুৎ পরিস্থিতির সর্বশেষ আপডেট জানিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি লিখেছেন, ‘বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে- মিরপুর, মগবাজার, মাদারটেক, রামপুরা, গুলশান, উলন, বসুন্ধরা, আফতাবনগর, বনশ্রী, ধানমন্ডি (আংশিক), আদাবর, শেরে বাংলা নগর, তেজগাঁও, মিন্টো রোড, মতিঝিল, শ্যামপুর, পাগলা, পোস্তগোলাসহ বেশকিছু এলাকায়।
‘পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা অক্লান্ত শ্রম দিচ্ছেন। দ্রুতই বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে। ধৈর্য্য ধারণের জন্য সবাইকে ধন্যবাদ।’
মঙ্গলবার বেলা ২টার দিকে ইস্টার্ন গ্রিড ফেল করার পর ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ বিদ্যুৎহীন হয়ে পড়ে। কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন থাকার পর সন্ধ্যা থেকে জেলা শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে। তবে সে সময়ও রাজধানী ঢাকা ছিল অন্ধকারে। সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে নসরুল হামিদ বিদ্যুৎ পরিস্থিতির আপডেট তথ্য জানিয়ে ফেসবুকে লেখেন, ‘ইতোমধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর ও মানিকগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে এবং ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের আংশিক এলাকায় সরবরাহ চালু হয়েছে।
‘ঢাকায় লোড বেশি হওয়ার কারণে সব লাইন সচল করতে কিছুটা দেরি হতে পারে।’