নীলফামারী থেকে সৈয়দপুরগামী জিপগাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাইকচালক ও আরোহী নিহত হন।
নীলফামারীর সৈয়দপুরে জিপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছে।
সৈয়দপুর সড়কের কাদিখোল সরকারপাড়া এলাকায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলা শহরের সবুজপাড়া এলাকার শেখ আব্দুস সাত্তারের ছেলে আহমেদ শহিদুল কবির ও থানা পাড়া এলাকার অ্যাডভোকেট আব্দুল হাকিমের ছেলে সেবগাতুন নুর আল রাজি।
অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম এসব নিশ্চিত করেছেন।
তিনি জানান, নীলফামারী থেকে সৈয়দপুরগামী জিপগাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাইকচালক ও আরোহী নিহত হন।