বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাইক্ষ্যংছড়ির দোছড়িতে মাইন বিস্ফোরণে আব্দুল কাদের নামে এক যুবকের পা উড়ে গেছে। চোখসহ শরীরের বিভিন্ন অংশও ক্ষতবিক্ষত হয়েছে তার।
মঙ্গলবার দুপুরে দোছড়ি ইউনিয়নের ছেড়াকুম এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
আহত কাদেদের সঙ্গে থাকা মোহাম্মদ হোসাইন জানান, সীমান্ত এলাকায় গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণের শিকার হন কাদের। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক অফিসার তারেকুল ইসলাম জানিয়েছেন, কাদেরের ডান পায়ের হাঁটু পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। চোখেও মারাত্মক আঘাত পেয়েছেন।
তা ছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত পাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত রোববার নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ‘নো ম্যান্স ল্যান্ড’ এলাকায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে।