নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে কামরুল ইসলাম রানা নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সোমবার নদীতে ঝাঁপ দিয়েছিলেন বলে জানা গেছে।
উপজেলার নবীনগর এলাকা থেকে মঙ্গলবার দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪২ বছর বয়সী কামরুলের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার গোকুলনগর গ্রামে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান এসব নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার বিকেলে পদ্মার চরে জুয়া খেলছিলেন কামরুল ইসলামসহ ২০ জন। সেখানে অপরিচিত কয়েকজনকে দেখে পুলিশ মনে করে তারা পালাতে থাকে। কামরুলসহ কয়েকজন পদ্মায় ঝাঁপ দেয়।
অন্যরা সাঁতরে পার হতে পারলেও নিখোঁজ ছিলেন কামরুল। মঙ্গলবার দুপুরে নবীননগর এলাকায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।