খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের বাসায় চুরির ঘটনা ঘটেছে। নগরীর সদর থানা এলাকার ট্যাংক রোডে একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন তিনি।
সোমবার দিবাগত রাত ২টার পর কোনো এক সময়ে এ চুরির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিচারকের দাবি, ওই বাসার তৃতীয় তলার বেলকনি দিয়ে ঘরে প্রবেশ করে চোর। পরে চেতনা নাশক স্প্রে করে স্ত্রীসহ তাকে অজ্ঞান করে ফেলে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে খুলনা সদর থানায় একটি মামালা দায়ের করেছেন মোস্তাফিজুর রহমান।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, সোববার দিবাগত রাত ১টার দিকে বিচারক ও তার স্ত্রী নিজেদের কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে ওঠে তার স্ত্রী দেখতে পান কানে থাকা দুটি দুলের মধ্যে একটি নেই।
এ অবস্থায় বিষয়টি নিয়ে সন্দেহ হলে তারা দেখতে পান ঘরে থাকা আরও অনেক মালামালই চুরি হয়ে গেছে।
চুরি যাওয়া মালামালেরও বিবরণ দেয়া হয়েছে মামলার অভিযোগে। এসবের মধ্যে রয়েছে, ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ৩টি স্বর্ণের আংটি, ৪২ হাজার টাকার একটি স্বর্ণের চেইন, ৮ হাজার টাকার ২টি নাকফুল, ১৮ হাজার টাকার একটি কানের দুল, নগদ ৩৮ হাজার টাকা ও মানিব্যাগে থাকা এটিএম কার্ডসহ প্রয়োজনীয় কিছু জিনিসপত্র।
ওসি হাসান আল মামুন বলেন, ‘সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে থানায় মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’