বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিগন্যালে ১০ মিনিট অপেক্ষা করে কুকুরের অনন্য নজির

  •    
  • ৪ অক্টোবর, ২০২২ ১৮:০০

রেলগেটে সিগন্যাল না থাকায় অহরহই ঘটছে দুর্ঘটনা। আবার কিছু স্থানে সিগন্যাল থাকলেও তা অমান্য করার প্রবণতাও দেখা যায় অসতর্ক মানুষের মধ্যে। অসংখ্য মানুষের প্রাণহানীও ঘটে এভাবে। অসতর্ক এসব মানুষের উদাহরণ হলো এবার এক কুকুর।

ঘটনাটি গত সোমবারের। রাজশাহী থেকে ছেড়ে এসে নাটোর রেলওয়ে স্টেশনে এসে থামে ‘উত্তরা’ নামে একটি ট্রেন। এদিকে আগে থেকেই এ স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী আরেকটি ট্রেন তখন ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল।

স্টেশনের কাছাকাছি এলাকায় থাকা একটি রেলগেটে তাই সিগন্যাল ফেলে রাখা হয় প্রায় ১০ মিনিট। এই সময়ের মধ্যে যে কোনো সময়ে ট্রেন চলে আসার ঝুঁকি থাকলেও তার অপেক্ষা না করেই সিগন্যাল অমান্য করছিলেন অসহিষ্ণু অনেকেই।

তবে সিগন্যাল পড়ে থাকার পুরো সময়টি অপেক্ষমাণ যানবাহন আর মানুষের পাশে দাঁড়িয়ে থেকে উদাহরণ হলো এক কুকুর।

সোমবার বিকেল ৩টা ৪৭ মিনিটে সিগন্যালে অপেক্ষমাণ ওই কুকুরটির একটি ছবি এখন রীতিমতো ভাইরাল!

ছবিটি তুলেছিলেন ঘটনাস্থলে থাকা নূরুল ইসলাম নূরু নামে এক ব্যক্তি।

তিনি বলেন, ‘রেলগেটে সিগন্যাল ছিল প্রায় ১০ মিনিট। এই সময় আইন মেনে লোকজনের সঙ্গে চুপচাপ দাঁড়িয়ে ছিল কুকুরটি। এভাবে নিয়ম মেনে দাঁড়িয়ে থাকতে দেখে তার বেশ কয়েকটি ছবি তুলি।’

নূরু জানান, ট্রেনটি রেলগেট অতিক্রম করে যাওয়ার পর গেটম্যান বার তুলে দিলে কুকুরটিও বাম দিক দিয়ে রেল লাইন পার হয়ে চলে যায়।

কুকুরের সিগন্যাল মানার ছবিগুলো পরে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন নূরু। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেন, ‘আজকে দেখলাম প্রায় ১০ মিনিট সময় নাটোর রেল ক্রসিং বন্ধ থাকায় একটি কুকুর আইন মেনে দাঁড়িয়ে আছে। ট্রেন পার হওয়ার পর নিজ গতিতে চলে গেল, যা আমরা মানতে পারি না।’

নূরুর ওই পোস্টে এখন নেটিজেনদের প্রশংসার জোয়ারে ভাসছে ওই কুকুরটি।

এ বিভাগের আরো খবর