খুলনার রূপসা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি ঘটনায় নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রূপসা নদীর খুলনা-মোংলা রেল সেতুর পশ্চিমপাড় থেকে মঙ্গলবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
৩০ বছর বয়সী মো. মাহাতাব হোসেন জেলার খালিশপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন।
খুলনা সদর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস মাতবর নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মাহাতাবকে উদ্ধারের জন্য নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি সদস্যরা একত্রে অভিযান চালাচ্ছিল। বেলা ১১টার দিকে মাহাতাবের মরদেহ লবণচরা থানাধীন রূপসা রেলসেতুর পশ্চিম তীরে ভেসে উঠে। তখন মরদেহটি পুলিশ নিয়ে যায়।’
এর আগে রোববার রাত সাড়ে ১০টার দিকে একই এলাকায় নদীর মাঝ বরাবর ট্রলারটি ডুবে যায়।
ইলিয়াস মাতবর বলেন, ‘রোববার রাতে খুলনা থেকে ৭ জন ওয়েল্ডিং শ্রমিক বন বিভাগের কিছু মালামাল নিয়ে সুন্দরবনের হিরণ পয়েন্ট এলাকায় যাচ্ছিলেন। রেল সেতুর নিকটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটির মাঝ থেকে ভেঙে যায়। তখন ট্রলারে থাকা শ্রমিকরা নদীতে ভেসে যান। তখন বিভিন্নভাবে ৬ জন নদী থেকে তীরে আসতে পারলেও মাহতাব নিখোঁজ হন।’
তিনি আরও বলেন, ‘রাতে নদীতে বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তারা নির্দেশ অমান্য করে এটি চালিয়েছিলেন। দুর্ঘটনার পরে বাল্কহেডটি সেতুর পাশে রেখে তারা পালিয়ে গেছেন, পুলিশ সেটি জব্দ করেছে। ব্লাকহেডটি কাদের ও তাতে কারা ছিল, তা নিয়ে তদন্ত চলছে।’