বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই বাসের সংঘর্ষে নিহত চালক, আহত ১৩

  •    
  • ৪ অক্টোবর, ২০২২ ১১:৩৮

ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এএসআই রকিবুল বলেন, ‘নয়মাইল এলাকায় দুই বাসের সংঘর্ষে ১৪ জন আহত হন। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। শুধু দুই বাসের চালক চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে ফারুক মারা যান। ড্রাইভিং লাইসেন্স থেকে তাদের নাম জানা গেছে।’

বগুড়ার শাহজাহানপুরে ওভারটেক করতে গিয়ে দুই বাসের সংঘর্ষের ঘটনায় এক বাসের চালক নিহত হয়েছেন। এতে হয়েছেন আরও ১৩ জন।

উপজেলার নয়মাইল জামালপুর ফারহান ফিলিং স্টেশনের সামনে মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ২৭ বছরের বাসচালক ওমর ফারুক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ২০ মিনিটের দিকে মারা যান। তার বাড়ি শেরপুরের সড়ো গ্রামে।

গুরুতর আহত হয়েছেন বাসের আরেক চালক ৫২ বছরের আনোয়ার হোসেন। তার বাড়ি উপজেলার খন্দকারপাড়ায়।

বগুড়া সদরের ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এএসআই রকিবুল হাসান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নয়মাইল এলাকায় দুই বাসের সংঘর্ষে ১৪ জন আহত হন। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। শুধু দুই বাসের চালক চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে ফারুক মারা যান। ড্রাইভিং লাইসেন্স থেকে তাদের নাম জানা গেছে।’

প্রত্যক্ষদর্শীদের বরাতে শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ওয়্যারহাউস ইন্সপেক্টর নাদির হোসেন জানান, সকালে ওভারটেক করতে গিয়ে ঢাকাগামী আরকে ট্রাভেলস পরিবহনের একটি বাসের সঙ্গে বগুড়াগামী এ খালেক পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এ সময় বাস দুটি দ্রুতগতিতে ছিল। সংঘর্ষে আরকে ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

নাদির হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার বলেন, ‘বাসচালক ফারুক মারা গেছেন। বাস দুইটি জব্দ করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর