বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘তোর জন্য দুটি গুলিই যথেষ্ট’

  •    
  • ৩ অক্টোবর, ২০২২ ২২:০৫

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাস্থল থেকে হত্যার হুমকির বিভিন্ন আলামত জব্দ করে নিয়ে এসেছি।’

কুষ্টিয়ার কুমারখালীতে ব্যবসায়ীর ব্যক্তিগত অফিসের সামনে কাফনের কাপড়, ককটেল ও চিরকূট রেখে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

কুমারখালী কয়া ইউনিয়নের চর বানিয়াপাড়া এলাকার ওই ব্যবসায়ীর নাম আক্তার হোসেন।

তিনি জানান, সোমবার ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় কয়েকজন মুসল্লি তার অফিসের সামনে একটি ব্যাগ দেখতে পান। পরে তারা ব্যাগ খুলে এর মধ্যে কাফনের কাপড়, ককটেল ও হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিরকূট দেখতে পান।

চিরকূটে লেখা আছে- ‘তোরা যখন এলাকায় ছিলিনি (ছিলি না) তখন সব ঠিকই ছিল। কিন্তু তোরা যা করছিস ঠিক না। আজ নমুনা দিয়ে গেলাম। ৪৮ ঘণ্টার মধ্যে তোর জন্য বেশি না দুটো গুলিই যথেষ্ট। যা তুই উপহার পাবি। আর কাফনের কাপড়টা ঠিক করে রখিস। যা তোর কাজে লাগবে। সাবধান সাবধান সাবধান।’

ওই চিঠির নিচে ডান পাশে ইংরেজিতে লেখা ছিল- RKI

পরে স্থানীয়রা বিষয়টি আক্তার হোসেন ও পুলিশকে জানায়। পুলিশ এসে এগুলো জব্দ করে নিয়ে যায়।

এ বিষয়ে আক্তার হোসেন বলেন, ‘আমি কয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলী হোসেনের সমর্থক। চেয়ারম্যানের নেতৃত্বে আমার এলাকার জুয়া, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। আমার ধারণা যারা মাদক, জুয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তারাই এই ঘটনা ঘটিয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাস্থল থেকে হত্যার হুমকির বিভিন্ন আলামত জব্দ করে নিয়ে এসেছি। তদন্ত করে দেখছি, এ ঘটনার সঙ্গে কারা জড়িত।’

এ বিভাগের আরো খবর