বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রেলে আউটসোর্সিংয়ে নিয়োগের বিরোধিতায় অস্থায়ী শ্রমিকেরা

  •    
  • ৩ অক্টোবর, ২০২২ ১৮:৩৫

রেলওয়ে চট্টগ্রাম বিভাগের শ্রমিক মোহাম্মদ হোসেন নিউজবাংলাকে বলেন, ‘রেলওয়েতে ব্রিটিশ আমল থেকেই অস্থায়ী শ্রমিক ছিল। অস্থায়ীভাবে রেলওয়েতে কাজ করতো তাদেরকে শ্রম আইনগতভাবে স্থায়ী করে নেয়া যেত‌। কিন্তু সেটা করা হচ্ছে না। রেলের মহাপরিচালক জানিয়েছেন-আগামী ডিসেম্বরের পর আমাদের চাকরি নেই।’ 

অস্থায়ী শ্রমিকদের বাদ দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এর বিরোধিতা করে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা।

তবে রেলওয়ের কর্মকর্তারা বলছেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে শ্রমিক নিয়োগের বিষয়টি সরকারি সিদ্ধান্ত। সে অনুসারেই কাজ করা হবে। তবে অস্থায়ী শ্রমিকদের মধ্যে অভিজ্ঞদের কাজে নেয়ার জন্য আগামীতে যারা আউটসোর্সিংয়ের টেন্ডার পাবে তাদেরকে অনুরোধ করবে রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিক পরিষদের নেতা দেলোয়ার হোসেন বলেন, ‘রেলওয়ের বিভিন্ন সেক্টরে মোট ৭ হাজার শ্রমিক কর্মরত। আমাদের ৪ মাসের বেতন বকেয়া। বেতন পরিশোধ না করা হলে আমরা কঠোর আন্দোলনে যাব।’

রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা জানান, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদে অস্থায়ী শ্রমিক হিসেবে চাকরিতে প্রবেশ করে তারা ৩৫ বছর ধরে কাজ করে যাচ্ছেন। সামাজিক নিরাপত্তা নিরসনকল্পে সংশোধিত এডহকভিত্তিক নিযুক্ত কর্মচারী নিয়মিতকরণ বিধিমালা অনুসারে আউটসোর্সিং খাত বাতিল করতে হবে।

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের শ্রমিক মোহাম্মদ হোসেন নিউজবাংলাকে বলেন, ‘রেলওয়েতে ব্রিটিশ আমল থেকেই অস্থায়ী শ্রমিক ছিল। যারা অস্থায়ীভাবে রেলওয়েতে কাজ করতো তাদেরকে শ্রম আইনের ভিত্তিতে স্থায়ীকরণ করে নেয়া হত‌। কিন্তু সেটা করা হচ্ছে না।

‘ধীরে ধীরে সব অস্থায়ী শ্রমিককে বাদ দেয়ার পরিকল্পনা চলছে। রেলের মহাপরিচালক বলেছেন-আগামী ডিসেম্বরের পর তোমাদের চাকরি নেই।’

পাকশী ডিভিশনের অস্থায়ী শ্রমিক রুবেল বলেন, ‘আমরা দীর্ঘ চার-পাঁচ বছর ধরে অস্থায়ীভাবে বাংলাদেশ রেলওয়েতে কাজ করছি। হঠাৎ করে আমাদের নোটিশ দিয়ে বলা হয়েছে যে আমাদের বাদ দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নেয়া হবে।

‘গত জুলাই থেকে আমাদের বেতন বন্ধ। এরপর চার মাস ধরে আমাদের বেতন হচ্ছে না। আমরা বিনা বেতনে কাজ করে যাচ্ছি। চিঠি দিয়ে বলা হয়েছে যে ছয় মাস পরে আমাদের বেতন হবে।’

রেলওয়ের পাকশী বিভাগের অস্থায়ী শ্রমিক সৈকত ইসলাম বলেন, ‘আমরা রেলওয়ের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের বলেছেন- তোমাদের এ বছরের ডিসেম্বর পর্যন্ত চাকরি আছে। এরপর তোমাদের বাদ দিয়ে দেয়া হবে। কিন্তু এ বিষয়ে কোনো নোটিশ দেয়া হয়নি। শুধু মৌখিকভাবে কনট্রোল অর্ডার দিয়েছে।’

রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ বিষয়ে নিউজবাংলাকে বলেন, ‘আউটসোর্সিংয়ের মাধ্যমে শ্রমিক নিয়োগের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। বিষয়টি আমাদের জানিয়ে দেয়া হয়েছে যে এই পদ্ধতিতেই আগামীতে শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়ায় আসতে হবে।’

অস্থায়ী শ্রমিকদের সবাইকে বাদ দেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রায় পাঁচ হাজারের মতো শ্রমিক বাদ যাবে। কারণ অস্থায়ী শ্রমিকের বিষয়টি সরকার আর মানছে না। সরকার থেকে নির্দেশনা এসেছে আউটসোর্সিংয়ের মাধ্যমে শ্রমিক নিয়োগ দিতে হবে।

‘স্বাভাবিকভাবেই সরকারি সিদ্ধান্ত অনুসারে আগামী ডিসেম্বর থেকে অস্থায়ী শ্রমিকরা বাদ পড়ে যাবে। তবে আউটসোর্সিংয়ে যারা টেন্ডার পাবে আমরা তাদের অনুরোধ করব অস্থায়ী শ্রমিকদের মধ্যে যারা অভিজ্ঞ তাদের কাজে রাখার জন্য। তবে এটা অনুরোধ, কোনো শর্ত নয়। আউটসোর্সিংয়ে ওপেন টেন্ডার হবে।’

তিনি আরও বলেন, ‘আউটসোর্সিংয়ের মাধ্যমে শ্রমিক নেয়ার বিষয়টি অর্থ মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত জারি হয়েছে বেশ আগেই। তবে আমরা অর্থাৎ রেল মন্ত্রণালয় কিছুদিন সময় বাড়িয়ে নিয়েছি। কারণ অস্থায়ী শ্রমিকরা রেলে দীর্ঘদিন ধরে কাজ করছে।’

অস্থায়ী শ্রমিকদের বেতন না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে রেলের এই কর্মকর্তা বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের একটি অর্ডারের কারণে তাদের বেতন আটকে রয়েছে। তবে তারা আগামী ডিসেম্বর পর্যন্ত বেতন পাবে।’

এ বিভাগের আরো খবর