বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রূপসায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, শ্রমিক নিখোঁজ

  •    
  • ৩ অক্টোবর, ২০২২ ০৯:১৬

উপপরিদর্শক বলেন, ‘একটি ট্রলারে করে ৭ জন শ্রমিক সুন্দরবনের দিকে যাচ্ছিলেন। রূপসা রেল সেতুর কাছাকাছি এলে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ সময় ৬ জন বিভিন্নভাবে নদী থেকে উঠতে পারলেও একজনকে পাওয়া যায়নি।’

খুলনার রূপসা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ওই ট্রলারে থাকা এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

রূপসা নদীর খুলনা-মোংলা রেল সেতুর কাছে রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

রূপসা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ ২২ বছর বয়সী মো. মাহাতাব হোসেন খুলনার খালিশপুর এলাকার মো. সাকিলের ছেলে। তিনি পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি।

উপপরিদর্শক বলেন, ‘একটি ট্রলারে করে ৭ জন শ্রমিক সুন্দরবনের দিকে যাচ্ছিলেন। রূপসা রেল সেতুর কাছাকাছি এলে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ সময় ৬ জন বিভিন্নভাবে নদী থেকে উঠতে পারলেও একজনকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে নিখোঁজ ব্যক্তিকে খোঁজা হচ্ছে।’

এ বিভাগের আরো খবর