বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অটোরিকশায় যৌন হয়রানি: চালক ও পুলিশের এএসআই কারাগারে

  •    
  • ২ অক্টোবর, ২০২২ ২২:২৭

ওসি মারুফ জানান, মেয়েটি অটোতে ওঠার পর পুলিশের পোশাক পরা এক ব্যক্তি তাকে যৌন হয়রানি করে। ২ ঘণ্টা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বাড়ির সামনে নামিয়ে দেয়।

কুমিল্লার বুড়িচংয়ে অটোরিকশায় কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে থানার এএসআই ও ওই অটোর চালককে কারাগারে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান এসব নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অটোচালক মো. বিল্লাল ও এএসআই আব্দুল মালেক।

ওসি মারুফ জানান, বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়নের লড়িবাগ এলাকায় মায়ের জন্য ওষুধ কিনতে গত ১৭ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে কুমিল্লা-বাগড়া সড়কের লড়িবাগ রাস্তার মাথায় যায়। এ সময় একটি অটোরিকশা এসে তার সামনে দাঁড়ায়।

মেয়েটি অটোতে ওঠার পর পুলিশের পোশাক পরা এক ব্যক্তি তাকে যৌন হয়রানি করে। ২ ঘণ্টা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বাড়ির সামনে নামিয়ে দেয়। তার সঙ্গে সম্পর্ক রাখলে বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ারও প্রলোভন দেখায় এবং ঘটনা কাউকে না জানাতে ভয় দেখায়।

ওসি জানান, এ ঘটনার পর মেয়েটি কলেজে যাওয়া বন্ধ করে দেয় ও পরিবারকে বিষয়টি জানায়। পরিবার থানায় গিয়ে খোঁজ করে জানতে পারে অটোতে থাকা লোকটি বুড়িচং থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মালেক।

এ ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর ওই মেয়ের বাবা কুমিল্লা আদালতে মামলা করেন। গত ৩০ সেপ্টেম্বর আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিভাগের আরো খবর