দিনাজপুর শহরের একটি দুর্গামন্দিরে মাটির স্পর্শ ছাড়াই কর্কশিট দিয়ে তৈরি করা হচ্ছে দুর্গা প্রতীমা। কারিগররা দাবি করছেন, দেশের আর কোথাও এমন প্রতিমা তৈরি হয়নি।
শহরের বাসুনিয়াপট্টি সর্বজনীন দুর্গামন্দিরে দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমাও তৈরি করা হয়েছে একই উপাদান দিয়ে। মাটির স্পর্শ ছাড়াই প্রতিমাগুলো তৈরিতে সময় লেগেছে প্রায় ছয় মাস।
প্রধান কারিগর ভাস্কর্যশিল্পী অনুপ সরকার লালু জানান, ২০১৯ সালে রাজবাড়ী জেলায় একটি মন্দিরে তিনি প্রথম এমন প্রতিমা তৈরি করেছিলেন। সেই হিসাবে দিনাজপুরে দ্বিতীয়বারের মতো নির্মিত হচ্ছে এই ধরনের প্রতিমা।
কারিগরের সহকারী শ্যামল রায় বলেন, ‘আমি নতুন কাজ শিখতে পারলাম। আমাকে অনেক ভালো লাগতেছে।’
আরেক সহকারী নারায়ণ বলেন, ‘সাধারণত দুর্গা প্রতিমা মাটি দিয়ে তৈরি হয়। কোনো জায়গায় কর্কশিট দিয়ে তৈরি করতে দেখি নাই। আর কর্কশিটের কাজ সবাই পারে না। আমি লালু দাদার কাছে কাজ শিখতেছি। এর পরের বার হয়তো আমরা আরও বেশি কাজ পাব।’
ভাস্কর্যশিল্পী অনুপ সরকার লালু বলেন, ‘আমাদের অনেক কর্কশিটের প্রয়োজন হয়েছে। এগুলো ঢাকার একটি মিল থেকে সাইজমতো কেটে আনা হয়েছে। শিটগুলোতে এক প্রকার খোদাই করে প্রতিমা তৈরি করা হচ্ছে।
‘মাটির কাজ খুবই সহজ, কিন্তু কর্কশিটের খোদাই করে প্রতিমা তৈরি করা খুবই কষ্টকর। এ কাজটি করে খরচ হয়েছে ১০ লাখ টাকা।’
বাসুনিয়াপট্টি সর্বজনীন দুর্গামন্দির পরিচালনা কমিটির সদস্য চিত্ত ঘোষ বলেন, ‘দিনাজপুর দুর্গাপূজা আয়োজনের সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম জেলা। জেলায় ১ হাজার ২৮০টি মণ্ডপের মধ্যে বাসুনিয়াপট্টি মন্দির এবার আলাদা। কেবল প্রতিমা নয়, বাইরের সাজসজ্জার সবই কর্কশিট দিয়ে করা হচ্ছে। আমার বিশ্বাস, ভক্ত ও পুণ্যার্থী যারা দর্শনে আসবেন, তাদের সবারই দৃষ্টি আকর্ষণ করবে এই প্রতিমা।’