বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার, রহস্যের জট খোলেনি

  •    
  • ২ অক্টোবর, ২০২২ ১৮:২৬

পুলিশের ধারণা, উদ্ধারের ২-৩ দিন আগেই তাদের হত্যা করা হয়েছে। ফলে মরদেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মবুপুরে মা ও দুই সন্তানকে হত্যা রহস্যের জট এখনও খোলেনি। রহস্য উন্মোচনে খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ করছে পুলিশ ও গোয়েন্দারা।

রোববার সকালে নিহত রওশন আরার ভাই নুরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত নামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।

এর আগে গত শনিবার (১ অক্টোবর) বিকেলে মবুপুর গ্রামের সুলতান আলীর স্ত্রী ৪০ বছর বয়সী রওশন আরা বেগম এবং তার দুই ছেলে ১০ বছরের জিহাদ ও ৪ বছর বয়সী মাহিমের মরদেহ তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, উদ্ধারের ২-৩ দিন আগেই তাদের হত্যা করা হয়েছে। ফলে মরদেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল।

এই হত্যাকাণ্ডের রহস্য নিয়ে এখন স্থানীয়দের মাঝেও চলছে নানা আলোচনা।

স্থানীয় রুহুল আমিন বলেন, ‘মবুপুর গ্রামের সুলতান হোসেন বহু বিবাহে আসক্ত। কিছুদিন আগেও তিনি নারী নির্যাতন মামলার জেরে জেলে ছিলেন। চারদিন আগেও আমরা তাকে দেখেছি। বাড়িটি ফাঁকা জায়গায় হওয়ায় কোনো প্রতিবেশী নেই। আমাদের ধারণা, তাদের পরিকল্পিতভাবে কেউ হত্যা করেছে।’

নিহত রওশনের ভাই নুরুজ্জামান বলেন, ‘আমার বোন রওশন আরা পাশের গ্রামে এক তাঁত কারখানায় সুতা মরাইয়ের কাজ করতো। ৩ দিন ধরে সেখানে কাজে না যাওয়ায় তার খোঁজ নিতে গিয়েছিল আমার আরেক বোন লিলি খাতুন।’

নুরুজ্জামান জানান, লিলি খাতুন ওই বাড়িতে গিয়ে দেখেন ঘরে তালা। আর জানালা খোলা। জানালা দিয়ে উঁকি দিলে তিনি দুর্গন্ধ পান। পরে স্থানীয় কয়েকজনকে ডেকে এনে তালা ভেঙে ঘরে প্রবেশ করলে দেখা যায়- রওশন ও তার দুই ছেলে মরে পড়ে আছেন। তাদের মরদেহ পচেই দুর্গন্ধ ছড়াচ্ছিল।

নুরুজ্জামান বলেন, ‘কে বা কারা আমার বোন আর ভাগনেদের হত্যা করেছে তা জানি না। পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে। লাশ আসলে আমরা জানাজা শেষে গ্রামের গোরস্থানে দাফন করবো। আমার বোন ও ভাগনেদের হত্যার বিচার চাই।’

এ হত্যাকাণ্ডের বিষয়ে জেলার সহকারী সিনিয়র পুলিশ সুপার সিদ্দীকুর রহমান বলেন, ‘ময়নাতদন্তের পর হত্যার কারণ জানা যাবে। মৃত্যুর কারণ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই রহস্যের জট খুলবে।’

এ বিভাগের আরো খবর