বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সংস্কার নিয়ে র‍্যাব ডিজির উল্টো কথা স্বরাষ্ট্রমন্ত্রীর

  •    
  • ২ অক্টোবর, ২০২২ ১৬:৫৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ‘আমাদের জানতে হবে তারা অন্যায়টা কী করেছে। আর সংস্কারের কথা বলতে, র‍্যাব তো সব সময় সংস্কারের মধ্যেই আছে। আমরা সব কিছু আধুনিকায়ন করছি৷ যেটা প্রয়োজন সেটাই দিচ্ছি।’

নতুন দায়িত্ব নেয়ার পর র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বাহিনীটির সংস্কার দরকার নেই বলার পরের দিনই উল্টো বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, র‍্যাব সব সময়ই সংস্কারের মধ্যেই আছে।

রাজধানীর একটি হোটেলে রোববার দুপুরে বাংলাদেশ থেকে মানব পাচার নিয়ে প্রথমবারের মতো জাতীয় একটি জরিপের গবেষণা প্রতিবেদন উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘র‍্যাব যখন তৈরি হয়, র‍্যাবকে ট্রেনিং কিন্তু ইউএসএ দিয়েছে। কাজেই আমরা মনে করি, র‍্যাব যদি কোনো ভুল করে থাকে তবে সেগুলোও আমরা দেখছি। র‍্যাব কিংবা পুলিশ যারাই অপরাধযোগ্য কাজ করছে, তারা কখনও শাস্তির বাইরে যায়নি। এখনও অনেকসংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্য জেল খাটছে। কাজেই আমরা কাউকে ছাড় দিচ্ছি না।’

তবে র‍্যাব কী অন্যায় করেছে সেটাও জানানো দরকার বলে মন্তব্য করেন তিনি। বলেন, ‘আমাদের জানতে হবে তারা অন্যায়টা কী করেছে। আর সংস্কারের কথা বলতে, র‍্যাব তো সব সময় সংস্কারের মধ্যেই আছে। আমরা সব কিছু আধুনিকায়ন করছি৷ যেটা প্রয়োজন সেটাই দিচ্ছি।’

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্র সরকার র‍্যাবের সাত বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানায়। দেশটির পররাষ্ট্র বিভাগ ও রাজস্ব বিভাগ আলাদা আলাদা করে এ নিষেধাজ্ঞা দেয়।

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর তাদের পাঠানো রিপোর্ট পর্যালোচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য জানিয়ে আসাদুজ্জামান খাঁন বলেন, ‘র‍্যাব একটা এলিট ফোর্স। র‍্যাবে একটা দায়িত্ব আমরাই দিয়ে থাকি। তারা সে নীতিমালা অনুযায়ী কাজ করে। যদি কেউ ভুল করে থাকেন, আমাদের কাছে যে রিপোর্ট এসেছে, সেগুলো আমরা স্টাডি করছি। কারও যদি এখানে ইনভলভমেন্ট থাকে সেটিও আমরা দেখছি।’

এ বিভাগের আরো খবর