ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে সকালে মিটিং করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে ব্রেকফাস্ট মিটিং করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
রোববার সকালে ইইউ রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে এই মিটিং হয়।
সভায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে ও ফ্রান্সের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।
এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যানের সঙ্গে ছিলেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের বিশেষ দূত ও উপদেষ্টা মাসরুর মওলা।