মুন্সীগঞ্জের শ্রীনগরে ঝালমুড়ি খেয়ে টাকা না দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
উপজেলার লস্করপুর নতুন রাস্তা বাসস্ট্যান্ড এলাকায় শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ২৩ বছরের ওই যুবকের নাম শরিফ ঢালী। অভিযুক্ত ২৪ বছরের মো. জান্নাত একই এলাকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. মহিউদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, উপজেলার হাসাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন অর রশিদের চাতালের শ্রমিক শরিফ শেখ কাজের ফাঁকে ঝালমুড়ি বিক্রি করেন। ওই এলাকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকতা মো. মহিউদ্দিনের ছেলে জান্নাত প্রায়ই তার কাছ থেকে ঝালমুড়ি খেয়ে টাকা না দিয়ে চলে যেতেন।
শনিবার বিকেলেও ঝালমুড়ি খেয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন জান্নাত। এ সময় তার কাছে টাকা চাইলে ঝালমুড়ি বিক্রেতাকে মারধর করেন তিনি।
বিষয়টি নিয়ে ইউপি সদস্য হারুন অর রশিদ লস্করপুর নতুন রাস্তার বাসস্ট্যান্ডে জান্নাতের কাছে জানতে চাইলে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে ছুড়িকাঘাত করেন জান্নাত। এ সময় হারুন সরে গেলে ছুরিটি হারুনের পাশে থাকা দিনমজুর শরিফ ঢালীর বুকে বিদ্ধ হয়। আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর থানার ওসি কামরুজ্জামান বলেন, ‘পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।’