দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক বাংলার সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
শনিবার এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, ‘দেশের গণমাধ্যমের উন্নয়নে তোয়াব খান অসামান্য অবদান রেখেছেন। প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস সেক্রেটারি হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। তোয়াব খানের মৃত্যুতে দেশের গণমাধ্যমে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহসা পূরণ হওয়ার নয়।’
তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বার্ধক্যজনিত জটিলতায় অসুস্থতার পর তোয়াব খানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রাজধানীর বনানী কবরস্থানে সোমবার তাকে দাফন করা হবে।