বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শোকের মাঝে করতোয়া পাড়ের মণ্ডপে এসেছেন দুর্গা

  •    
  • ১ অক্টোবর, ২০২২ ১৪:৩৩

বোদার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদসংলগ্ন মাড়েয়াবাজার সর্বজনীন দুর্গা মন্দিরে গিয়ে দেখা যায়, মণ্ডপ সাজানো। গেটও দৃষ্টিনন্দন, তবে গেটের মধ্যেই ঝোলানো শোকের ব্যানার।

উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাকের বাদ্যে শুরু হয়েছে দুর্গাপূজা। সারা দেশের মতো পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া পাড়েও চলছে দেবীর বন্দরা। তবে সেখানে নেই উচ্ছ্বসিত উৎসব।

নৌকাডুবিতে অন্তত ৬৯ জনের মৃত্যুর ঘটনায় করতোয়া পাড়ের মণ্ডপে মণ্ডপে ঝুলছে শোকের ব্যানার।

বোদার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদসংলগ্ন মাড়েয়াবাজার সর্বজনীন দুর্গা মন্দিরে গিয়ে দেখা যায়, মণ্ডপ সাজানো। গেটও দৃষ্টিনন্দন, তবে গেটের মধ্যেই ঝোলানো শোকের ব্যানার।

আয়োজকদের একজন নিউজবাংলাকে বলেন, ‘নৌকাডুবিতে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানিতে আমরা শোকাহত। এমন শোকের ব্যানার ইউনিয়নের ১৪টি মণ্ডপে ঝোলানো হয়েছে।’

পঞ্চগড় জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায় বলেন, ‘মর্মান্তিক দুর্ঘটনায় আমরা শোকাহত। আমাদের সব অনুষ্ঠানে আনন্দ সীমিত করা হয়েছে।’

বোদার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় করতোয়া নদীতে গত ২৫ সেপ্টেম্বর দেড় শতাধিক যাত্রী নিয়ে নৌকা ডুবে যায়। সে সময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও বেশির ভাগ নারী ও শিশু পানিতে ডুবে যায়।

উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে ৬৮ জনই হিন্দু পুণ্যার্থী। নিখোঁজ আছেন তিনজন।

স্থানীয়রা জানান, মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর অন্য পারে বোদেশ্বরী মন্দিরে মহালয়া পূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ধর্মসভার আয়োজন করা হয়। ঘটনার দিন দুপুরের দিকে ওই ধর্মসভায় যোগ দিতে নৌকায় নদী পার হওয়ার সময় সেটি ডুবে যায়।

মাড়েয়াবাজার সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি মহনী বাবু নিউজবাংলাকে বলেন, ‘নৌকাডুবির ঘটনাটি আমাদের ইউনিয়নের। তা ছাড়া মৃত ব্যক্তিদের অধিকাংশের বাড়িও এই ইউনিয়নে। ভয়াবহ এই ঘটনায় যারা স্বজন হারিয়েছেন তাদের শোকে আমরা সবাই শোকাহত।’

একই ইউনিয়নের বটতলী এলাকার গোবিন্দ্র চন্দ্র বর্মণ বলেন, ‘দেবী মায়ের কী ইচ্ছা জানি না। তার ভাসানোর আগেই আমাদের ৬৮ জন ভক্তের ভাসান হয়ে গেল।

‘এবার দুর্গাপূজা কীভাবে করব আমরা ভেবে পাচ্ছি না। বিধাতার লীলা বোঝা বড় মুশকিল, তবে নির্মম হলেও নিয়তি মেনে নিতে হয়।’

নৌকাডুবির পর মৃত অবস্থায় উদ্ধার হওয়া ৬৯ জনের মধ্যে নারী ৩০, শিশু ২১ ও পুরুষ ১৮ জন। এর মধ্যে দেবীগঞ্জ উপজেলার বাসিন্দা ১৮, বোদা উপজেলার ৪৫ এবং আটোয়ারীর দুজন, ঠাকুরগাঁও সদরের তিনজন ও পঞ্চগড় সদরের একজন।

নৌকাডুবির ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়কে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। রোববার কমিটি প্রতিবেদন জমা দেবে।

এ বিভাগের আরো খবর