পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় সপ্তম দিনের মতো অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং উদ্ধারকর্মীরা।
করতোয়া নদীর আউলিয়ার ঘাট এলাকা থেকে শনিবার সকাল ৯টার দিকে এ অভিযান শুরু হয়।
ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক শেখ মাহাবুবুল আলম জানান, তিনটি দলে বিভক্ত হয়ে প্রায় ৭০ জন উদ্ধারকর্মী নদীর ভাটি অংশে সারাদিন সাড়াশি অভিযান চালাবে।
নৌকাডুবির এ ঘটনায় গতকাল পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তথ্য কেন্দ্রের হিসাব অনুযায়ী এখনো নিখোঁজ রয়েছে শিশুসহ ৩ জন।
বৃহস্পতিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারের মাঝে ৫৫ হাজার টাকা দেয়া হয়েছে।
সহকারী উপপরিচালক শেখ মাহাবুবুল আলম আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত টিম পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে রির্পোট দাখিল করার কথা রয়েছে আজ।