এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের মহপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
শুক্রবার বিকেলে তিনি নতুন এ দায়িত্ব গ্রহণ করেন।
বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এম খুরশীদ হোসেনকে র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেয়ার কথা জানায়। এরপর র্যাবের সদ্য সাবেক ডিজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের স্থলাভিষিক্ত হন তিনি।
খুরশীদ হোসেন ১২তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। এর আগে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
র্যাব প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া খুরশীদ হোসেনের জন্ম গোপালগঞ্জের কাশিয়ানীতে।
দায়িত্ব নিয়ে শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বনানী কবরস্থান ও রাজারবাগে পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।