নরসিংদী সদরে পুকুর থেকে দিনা আক্তার নামে গৃহবধূর তোশকে মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা গ্রামের কালাইগোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার দুপুরে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নিয়েছে পুলিশ।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।
দিনার স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরে স্বামী আরমান গাজীর হাতে খুন হয়েছেন ৩২ বছর বয়সী দিনা আক্তার। বৃহস্পতিবার রাতে কোনো একসময় দিনাকে হত্যা করে বিছানার তোশক মুড়িয়ে মরদেহ বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়া হয়। এই ঘটনার পর পালিয়েছেন আরমান।
দিনার মা রিনা বেগম জানান, তাদের গ্রামের বাড়ি নরসিংদীর আলোকবালী ইউনিয়নে। ১৫ বছর আগে নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা গ্রামের কালাইগোবিন্দপুর এলাকার বাসিন্দা আরমান গাজীর সঙ্গে দিনার বিয়ে হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। সম্প্রতি আরমান গাজী ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। আরমান রাতে দিনাকে হত্যা করে পালিয়েছেন।
ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, দুপুর ১২টার দিকে তিনি ঘটনাস্থলে যান। এ সময় পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।