ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাজধানীর বিমানবন্দর এলাকায় দুই বাসের প্রতিযোগিতার মধ্যে একটির ধাক্কায় কিশোর নিহত হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নতুন ভবন সংলগ্ন রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় সে।
ওই কিশোরের নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ১৪ বছর।
পুলিশের ভাষ্য, কিশোরটি বিমানবন্দর এলাকায় ভাসমান হিসেবে ছিল। তার গায়ে ডেনিমের প্যান্ট ও টি-শার্ট ছিল।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘ওই এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বাস দুটি শনাক্তের চেষ্টা হচ্ছে।’
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতায় পথচারী নিহত হওয়ার ঘটনা নতুন নয়।
২০১৮ সালের ৩ এপ্রিল দুই বাসের প্রতিযোগিতার মধ্যে চাপা খেয়ে হাত বিচ্ছিন্ন হয়ে যায় সরকারি তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব হোসেনের। ১৭ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ২১ বছর বয়সী এ ছাত্রের।
সে সময় ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে; বিভিন্ন মহল থেকে দাবি ওঠে বেপরোয়া গাড়ি চালানো বন্ধের।