কুমিল্লায় একটি মাছের ঘেরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই ঘেরের ১০০ মণ মাছ মরে পানিতে ভেসে উঠেছে বলে ঘেরের মালিকের দাবি।
বুড়িচং উপজেলার রাজাপুরে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ওই ঘেরের মালিক জুয়েল রানা।
তিনি জানান, তার বাড়ি বুড়িচং উপজেলায়। বাড়ি থেকে ৫ কি.মি. দূরে রাজাপুর গ্রামে তার মাছের ঘের। বিকেলে পুকুরে মাছের খাবার দিয়েছিলেন। পরে জরুরি কাজে বাইরে যান। সেই সুযোগে দুর্বৃত্তরা তার ঘেরে বিষ প্রয়োগ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান।
পুলিশ কর্মকর্তা মারুফ জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। থানায় এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জুয়েল রানা বলেন, ‘আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। দেশে এসে বাণিজ্যিক উদ্দেশ্য মাছ চাষ করি। আমার ঘেরে তেলাপিয়া, কার্পিও, সিলভার কাপ, রুইসহ বিভিন্ন প্রজাতির অন্তত ১০০শ মণ মাছ ছিল, যার বাজারমূল্য আনুমানিক দশ লাখ টাকা।
‘গতকাল বিকেলে মাছের ঘেরে খাবার দিয়ে আমি জরুরী কাজে বের হই। রাত ৮টার দিকে ঘেরে এসে দেখি মাছগুলো খাবি খাচ্ছে। বেশিরভাগ মাছ পাড়ের কাছে এসে নিস্তেজ হয়ে পড়ছে। এ দৃশ্য দেখে আশেপাশের লোকজনকে ডেকে আনি। ঘেরের পানি নাকের কাছে নিয়ে শুঁকে দেখি বিষের গন্ধ। তখন বুঝতে পারি কেউ আমার মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে।’
তিনি আরও বলেন, ‘মরে যাওয়া মাছগুলো পাড়ে তুলে আনি। কিছু মাছ প্রতিবেশীদের মাঝে বিতরণ করি। তবে বিষের কারণে বেশিরভাগ মাছগুলো নষ্ট হয়ে যায়। সেগুলো ফেলে দেই। এ বিষ প্রয়োগের ঘটনায় আমার খুব ক্ষতি হয়ে গেল।আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’