মাগুরার শালিখায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে।
মাগুরা-যশোর মহাসড়কের শতখালী এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো ছোনপুর গ্রামের আশরাফ শেখের ছেলে ১৬ বছরের সাজিদ এবং একই বয়সী সদরের জাগলা এলাকার তুসার শেখের ছেলে জিসান শেখ।
নিহত জিসানের মামা মমিনুল নিউজবাংলাকে জানান, সাজিদ, জিসান ও রাজু বিশ্বাস যশোরের ঝিকরগাছায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে রাতে মোটরসাইকেলে করে মাগুরায় ফিরছিল। ১০টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের শতখালী হাজামবাড়ি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে তারা সড়কে ছিটকে পড়লে একটি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাজিদের। গুরুতর অবস্থায় জিসান ও রাজুকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। রাজু হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বলেন, ‘জিসানকে হাসপাতালে মৃত আনা হয়েছে। রাত ১২টায় সাজিদ নামের একজনের মৃতদেহ হাসপাতালে আসে। রাজু হাসপাতালে চিকিৎসাধীন।’