হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ‘আমাদের আমির বৃহস্পতিবার হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন। পরবর্তী সময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়, তবে উনার শারীরিক পরিস্থিতি সিরিয়াস নয়।’
পেটের পীড়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলামের আমির মুফতি মুহিব্বুল্লাহ বাবুনগরী।
চট্টগ্রামের বেসরকারি ন্যাশনাল হাসপাতালে বৃহস্পতিবার তাকে ভর্তি করা হয়।
নিউজবাংলাকে শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
তিনি বলেন, ‘আমাদের আমির বৃহস্পতিবার হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন। পরবর্তী সময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়, তবে উনার শারীরিক পরিস্থিতি সিরিয়াস নয়।’
জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর ২০২১ সালের ২৯ আগস্ট হেফাজতে ইসলামের আমির হিসেবে দায়িত্ব পান মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বাবুনগরীর মামা।