রাজধানীর শ্যামপুরে পূজার আলোকসজ্জার কাজ করার সময় লেগুনার ধাক্কায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে লাল মহন পোদ্দার লেন নামের সড়কে দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় ৪০ বছর বয়সী মো. শাহিনকে সেই লেগুনায় তুলে নেন লেগুনাচালক ও শাহিনের সহকর্মীরা।
এর পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। এ সময়ও সেখানে অবস্থান করছিলেন লেগুনাচালক। কিন্তু চিকিৎসক রাত সাড়ে ১০টায় মো. শাহিনকে মৃত ঘোষণা করলে লেগুনা ফেলেই সেখান থেকে সটকে পড়েন চালক। লেগুনাটি ঢামেকের সামনেই রয়েছে।
মো. শাহিনের সহকর্মী আনোয়ার হোসেন বলেন, ‘শ্যামপুরে পূজা মণ্ডপের আশপাশের রাস্তায় রিকশাভ্যানের ওপর মই দিয়ে আলোকবাতি লাগানোর সময় রিকশাভ্যানটিকে সজোরে ধাক্কা দেয় একটি লেগুনা। এতে শাহিন রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।’
নিহতের ছেলে মোহাম্মদ শাহিন বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলা খোলাহাটি গ্রাম। বর্তমানে ফরিদাবাদ লেন এলাকায় থাকতেন। এক ছেলে এক মেয়ের বাবা ছিলেন। তিন ভাই দুই বোনের মধ্যে দ্বিতীয়।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’