ডেঙ্গু আক্রান্ত হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি সর্দার নামে এই শ্রমিক মারা গেছেন। এর আগে ২০ সেপ্টেম্বর এই প্রকল্পে কর্মরত শ্রমিক রাকিবুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
প্রকল্প সূত্র জানায়, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাব্বি সর্দার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার রাজা সর্দারের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করতেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।
রাব্বির চাচা স্থানীয় ইউপি সদস্য বাবু সর্দার জানান, বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন রাব্বি। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা জানান রাব্বি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তারপর থেকে তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন সিরাজুল ইসলাম নামে এক শ্রমিক বলেন, ‘আমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে চাকরি করি। চার দিন আগে আমার ডেঙ্গু ধরা পড়ে। আমার মতো বিদ্যুৎকেন্দ্রের অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।’
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স সুরাইয়া ইয়াসমিন বলেন, ‘১৫ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত মোট ৫২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন, ৯ জন চিকিৎসাধীন। অন্যরা সুস্থ হয়ে উঠেছেন।’
এর আগে ২০ সেপ্টেম্বর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রূপপুর প্রকল্পের শ্রমিক রাকিবুল মারা যান। প্রকল্পের প্রায় ৩০ জন দেশি-বিদেশি শ্রমিক ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসের প্রথম থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। আক্রান্তদের ৯০ ভাগই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মী।
রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে বেশ কয়েকজন রাশিয়ান নাগরিক রয়েছেন। তারা ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।’