রাজধানীর মিরপুরের প্যারিস রোডসংলগ্ন খেলার মাঠ দখলমুক্ত করে সেই মাঠেই ফুটবল খেললেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে মিরপুরের ১১ নম্বর সেকশনের প্যারিস রোডসংলগ্ন মাঠ দখলমুক্তর দাবিতে মাঠের পাশেই স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অনশন শুরু করেন।
সে সময় তারা ‘মাঠ চাই, মাঠ চাই’ বলে স্লোগান দিতে থাকেন। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান মেয়র আতিকুল। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের অনশন ভাঙান।
এরপর পুরো মাঠের চারপাশ পরিদর্শন করে সাংবাদিকদের মেয়র বলেন, ‘জাতীয় দলের অনেক খেলোয়াড় এই প্যারিস রোড মাঠে খেলেছে। ড্যাপের নকশায় এটিকে উন্মুক্ত স্থান হিসেবে দেখানো আছে। অথচ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এই মাঠকে প্লট আকারে বরাদ্দ দিয়ে দিয়েছে। এটা মেনে নেয়া যায় না। জনগণের স্বার্থে, জনগণকে সঙ্গে নিয়ে এই খেলার মাঠ পুনরুদ্ধার করব।'
এই উন্মুক্ত স্থানটিকে খেলার মাঠ হিসেবে ডিএনসিসিকে বরাদ্দ দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধও জানান আতিকুল। বলেন, ‘বরাদ্দ দেয়া হলে আমরা একটি আধুনিক খেলার মাঠ নির্মাণ করব। মানুষের হাঁটার জন্য মাঠের চারপাশে ওয়াকওয়ে নির্মাণ করব।’
এ সময় সিটি করপোরেশনের বর্জ্য বিভাগকে তাৎক্ষণিক মাঠের বর্জ্য অপসারণের নির্দেশ দেন মেয়র। তার উপস্থিতিতে মাঠের ময়লা-আবর্জনা পরিষ্কারের কার্যক্রম শুরু হয়।
বর্জ্য অপসারণ হলে মেয়র মাঠে ঢুকে শিক্ষার্থীদের সঙ্গে ফুটবল খেলেন।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এস এম শরিফ-উল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মাহে আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।