বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে ছুরিসহ আটক ৫

  •    
  • ২৮ সেপ্টেম্বর, ২০২২ ২১:২৮

কেন তারা এখানে এসেছিল, সেটি সন্দেহজনক। তাদের শাহবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি

সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি থেকে ছুরিসহ পাঁচজনকে পুলিশে দেয়া হয়েছে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান থেকে সন্দেহভাজনদের পুলিশে দেয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির। তিনি বলেন, ‘কেন তারা এখানে এসেছিল, সেটি সন্দেহজনক। তাদের শাহবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘আমরা সন্দেহভাজন পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছি।’

একজন জ্যেষ্ঠ আইনজীবী জানান, তারা ১০ থেকে ১২ জন ছিল। এর মধ্যে কয়েকজনকে আটক করা হলেও বাকিরা কথা বলতে বলতে চলে গেছে।

যাদের আটক করা হয়েছে এদের একজন নিজের নাম বলেছেন লিখন। বলেছেন, তারা ছাত্র। সুপ্রিম কোর্টে এসেছিলেন, অনুষ্ঠান দেখে ঢুকে পড়েছেন।

সেই আইনজীবী বলেন, ‘তারা একেকবার একেক কথা বলছে।’

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নুর দুলাল, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান মনিরও এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর