বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘সব দল ভোটে এনে চমক দেবে ইসি’

  •    
  • ২৮ সেপ্টেম্বর, ২০২২ ১৯:২১

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, ‘অনেকে সংলাপে আসছে না। নানা অভিযোগও আসছে। আবার আগামী নির্বাচনে সব দল অংশ নেবে কীনা তেমন প্রশ্নও উঠছে। আমি বলব, দেখুন না আমরা কী করি; কীভাবে হ্যান্ডেল করি। অপেক্ষা করুন। অবশ্যই চমক থাকবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত সব দলকে এনে চমক দেবে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক প্রতিষ্ঠানটির এক কমিশনার এমনটা উল্লেখ করে বলেছেন, সে জন্য অপেক্ষা করতে হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দফতরে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান এমন মন্তব্য করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রায় দেড় বছর আগে থেকেই ওই ভোট নিয়ে তৎপর হয়ে উঠেছে নির্বাচন কমিশন। সেজন্য দফায় দফায় সংলাপও করা হয়েছে। তবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে অনড় অবস্থানে রয়েছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো৷

এ অবস্থায় আগামী জাতীয় নির্বাচনে সব দল অংশ নেবে কীনা তা নিয়ে সংশয় প্রবল। এ বিষয়ে ইসি আহসান হাবিব বলেন, ‘অনেকে সংলাপে আসছে না। নানা অভিযোগও আসছে। আবার আগামী নির্বাচনে সব দল অংশ নেবে কীনা তেমন প্রশ্নও উঠছে। আমি বলব, দেখুন না আমরা কী করি; কীভাবে হ্যান্ডেল করি। অপেক্ষা করুন। অবশ্যই চমক থাকবে।’

‘ইসিতে নিবন্ধিত ৩৯টি দলের জন্যই কাজ করছি আমরা। সঠিক পদক্ষেপটি প্রতিষ্ঠা করার জন্যই আমরা কাজ করছি। যে পদক্ষেপটা সবার জন্য মঙ্গল বয়ে আনবে সেটাই করব।’

রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাদের বার বার বলছি, কোন কাজটা করতে হবে বলুন। কোন কাজটা ভুল করছি সেটাও বলতে বলছি আপনাদের। কিন্তু আপনারা সেসব ব্যাপারে কিছু বলছেন না।’

অংশগ্রহণমূলক নির্বাচন না হলে কী করবেন- এমন প্রশ্নের জবাবে কমিশনার আহসান হাবিব খান বলেন, ‘সংবিধান সমুন্নত রাখেত হবে। সংবিধানে যা আছে, আমরা সেটাই করব। যারা (নির্বাচনে) আসছে না, তারা সবাই আমার প্রিয়। আমরা মনেপ্রাণে চাই তারা সবাই আসুক। এখন যদি আমরা ডাকতেই থাকি আর তারা যদি না আসে, সে ক্ষেত্রে আমাদের কী করতে হবে? সেটাই আমরা করে দেখাব।’

তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত আমরা ৭৯৩টি নির্বাচন ইভিএমে করেছি। সেসব ক্ষেত্রে অঘটন ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা কয়টা ঘটেছে? কারণ সেখানে লুটতরাজ করে লাভ হচ্ছে না।’

এ বিভাগের আরো খবর