পোশাক কারখানার মালিক পরিচয় দিয়ে ফাঁদে ফেলে নারীদের কাছে অর্থ আদায়ের অভিযোগে রামকৃষ্ণ দেবনাথ ওরফে ইমন নামের মোবাইল রিচার্জ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানা পুলিশ মঙ্গলবার কুমিল্লার বরুড়া থেকে তাকে গ্রেপ্তার করে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন নিউজবাংলাকে বলেন, ‘ইমন একটি ছোট দোকানে মোবাইল রিচার্জের ব্যবসা করতেন। তার দোকানে রিচার্জ করতে আসা মেয়েদের নম্বর রেখে পরবর্তী সময়ে যোগাযোগ করতেন। তখন নিজেকে পরিচয় দিতেন নারায়ণগঞ্জের দুটি গার্মেন্টসের মালিক। তিনি ফেসবুকে বিভিন্ন আইডির মাধ্যমে মেয়েদের সঙ্গে যুক্ত হয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন; আদায় করে নিতেন মেয়েদের ব্যক্তিগত ছবি।
‘এসব ছবি পরবর্তী সময় ব্ল্যাকমেইলের কাজে ব্যবহার করতেন। তার চাহিদা অনুযায়ী টাকা না দিলে বিভিন্ন মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে অর্থ আদায় করতেন।’
পুলিশের ভাষ্য, ‘মন আমার উড়ন্ত পাখি’ নামের ফেসবুক আইডির মাধ্যমে রাজধানীর একটি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ইমন। তার কাছ থেকে আদায় করে নেন ব্যক্তিগত ছবি। পরে সেই ছবি দেখিয়ে ছাত্রীর কাছে ৩০ হাজার টাকা দাবি করেন তিনি। না দিলে ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকিও দেন তিনি।
পরে ওই ছাত্রী থানায় অভিযোগ করলে ইমনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ওসি জানান, ছেলেদের জন্য ‘ফারজানা আক্তার’ এবং মেয়েদের জন্য ‘মন আমার উড়ন্ত পাখি’র মতো বেশ কয়েকটি ফেসবুক আইডি চালাতেন ইমন। কোনো আইডি দিয়ে প্রতারণা শেষ হলে সেটি বন্ধ করে দিতেন। সর্বশেষ তার পাঁচটি আইডি সচল হিসেবে শনাক্ত করা হয়। সেগুলো হলো ‘মন আমার উড়ন্ত পাখি’, ‘মেঘলা আক্তার’, ‘ফারজানা আক্তার’, ‘ঢাকাইয়া পোলা’ ও ‘হঠাৎ বৃষ্টি’।
তিনি আরও জানান, ‘মন আমার উড়ন্ত পাখি’ নামের আইডি দিয়ে মেয়েদের সঙ্গে এবং ‘ফারজানা আক্তার’ দিয়ে ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করতেন ইমন।