তারাগঞ্জ বরাতী ব্রিজের ওপর শ্যামলী কোচের ও অটোরিকশার সংঘর্ষে বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রংপুরে বাসের ধাক্কায় অটোরিকশার আরোহী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮ জন।
তারাগঞ্জ বরাতী ব্রিজের ওপর শ্যামলী কোচের ও অটোরিকশার সংঘর্ষে বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তারাগঞ্জ উপজেলার বৈরাতী ব্রিজ এলাকায় শ্যামলী পরিবহনের বাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সুরাইয়া আক্তার নামে এক শিশু নিহত ও ৮ জন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দিতে নেয়া হয়।’
এ ঘটনায় বাসটিকে পুলিশ আটক করলেও চালক ও হেলপার পলাতক বলেও জানান ওসি।