রাজধানীর মতিঝিল থানাধীন আরামবাগে মুদি দোকানের ফ্রিজ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল আহমেদ নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১২ বছর বয়সী শাকিলের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হবিরচর গ্রামে। সে তার দোকানমালিক চাচা মনির হোসেন ওরফে মাসুদের সঙ্গে আরামবাগের একটি বাসায় থাকত।
মনিরের দোকানেই কাজ করত শাকিল। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া মনির বলেন, ‘১২৩ আরামবাগে আমার একটি মুদি দোকান। এই দোকানে ভাতিজা আমার সহযোগী হিসেবে কাজ করত। মঙ্গলবার রাতে ফ্রিজ খোলার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফ্রিজের সঙ্গে আটকে যায়।
‘তখন আমি তাকে কাঠের ডাসা দিয়ে ধাক্কা দিলে সে পড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার আমার ভাতিজাকে মৃত বলে জানান।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আরামবাগ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসা শিশুকে মৃত ঘোষণা করেন ঢামেক হাসপাতালের চিকিৎসক। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি মতিঝিল থানাকে জানানো হয়েছে।