কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাসের চাপায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কুমিল্লা দেবিদ্বার উপজেলার ছয়ঘুরিয়া এলাকায় মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৬০ বছরের মো.হাকিমের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়। তিনি স্থানীয় একটি অটো রাইসমিলে কাজ করতেন।
মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি নজরুল জানান, সকাল ৭টার দিকে মাইক্রোবাসটি দ্রুতগতিতে যাওয়ার সময় সড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন হাকিম। পরে নিয়ন্ত্রণ হারিয়ে হাকিমকে চাপা দিয়ে মাইক্রোবাসটি ধানী জমিতে গিয়ে পড়ে যায়।
এ ঘটনায় মাইক্রোবাস চালক ও তার স্ত্রী,মেয়ে আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পাওয়া যায়নি বলেও জানান ওসি।