বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বঙ্গমাতা সেতুর পিলারে কার্গো জাহাজের ধাক্কা

  •    
  • ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১১:১০

প্রত্যক্ষদর্শী এস কে আলামিন বলেন, ‘গত রাতে আমরা বন্ধুরা মিলে সেতুতে ঘুরতে যাই। হঠাৎই দেখতে পাই একটি বালুবোঝাই কার্গো জাহাজ সোজা পিলারের দিকে এগিয়ে আসছে। আমরা সবাই চিৎকার দিলেও চালক শুনেননি। পরে জোড়ে ধাক্কা দিয়ে জাহাজটি পালিয়ে যায়। কার্গো জাহাজটির নাম এমভি জামান-২।’

পিরোজপুরের কঁচা নদীতে নবনির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারে একটি কার্গো জাহাজ সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে সোমবার রাত সাড়ে ৮টার দিকে। ঘটনার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পরে। ভিডিওটিতে দেখা যায়, একটি বালুবোঝাই কার্গো জাহাজ সেতুর পিলারের দিকে এগিয়ে আসছে, এসময় ব্রিজে থাকা কয়েক জন মানুষ বার বার চিৎকার দিলে তা শুনতে পায়নি জাহাজ চালক। পরে ব্যাপক গতি নিয়ে সেতুর একটি পিলারে ধাক্কা লাগে।

প্রত্যক্ষদর্শী এস কে আলামিন বলেন, ‘গত রাতে আমরা বন্ধুরা মিলে সেতুতে ঘুরতে যাই। হঠাৎই দেখতে পাই একটি বালুবোঝাই কার্গো জাহাজ সোজা পিলারের দিকে এগিয়ে আসছে। আমরা সবাই চিৎকার দিলেও চালক শুনেননি। পরে জোড়ে ধাক্কা দিয়ে জাহাজটি পালিয়ে যায়। কার্গো জাহাজটির নাম এমভি জামান-২।’

আরেক যুবক সোহেল হোসেন বলেন, ‘সেতুটি সুরক্ষায় পদ্মা সেতুর মত নিরাপত্তা ব্যবস্থা নজরে রাখা হোক। কারণ দক্ষিণাঞ্চলবাসীর কাছে এটি দ্বিতীয় পদ্মা সেতু। আমরা চাইনা কারো ভুলের জন্য সেতু ক্ষতিগ্রস্ত হোক।’

পিলারে কার্গো জাহাজের ধাক্কার সময় বঙ্গমাতা সেতুর ওপরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবি: নিউজবাংলা

এ ঘটনায় পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি দ্রুত সময়ে গুরুত্বের সঙ্গে খোঁজ নেয়া হচ্ছে। ওখানে রাতেই থানা থেকে একটি টিম পাঠানো হয়েছে। আর এ বিষয়ে বিস্তারিত জানতে সেতুর প্রকল্প ব্যবস্থাপক (পিএম) মাসুদ মাহমুদ সুমনকে ফোন করলেও তার সাড়া পাওয়া যায়নি।

পদ্মা সেতুর পর বহু প্রত্যাশিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি গত ৪ সেপ্টেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেকুটিয়া পয়েন্টে সেতুর উদ্বোধন করেন। এতে বাড়তে শুরু করেছে এ অঞ্চলের অর্থনৈতিক চালিকা শক্তি।

এ বিভাগের আরো খবর