চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করা এবং সাংগঠনিক শৃঙ্খলা-পরিপন্থি যেকোনো কার্যকলাপের জন্য শাখা ছাত্রলীগকে কঠোর সতর্কবার্তা দিতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।
সোমবার রাতে বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক নাজির আহমেদ।
কেন্দ্রীয় এই ছাত্রলীগ নেতা বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা চলছে কয়েক দিন ধরেই। এটা আমরা পর্যবেক্ষণে রেখেছি। আগামীকাল বা পরশু এ বিষয়ে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত দেবে কেন্দ্রীয় ছাত্রলীগ। ক্যাম্পাসে বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘সাংগঠনিক সমস্যা থাকতে পারে, কিন্তু তার জন্য সাধারণ শিক্ষার পরিবেশ কেউ নষ্ট করতে পারে না। ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনোভাবেই প্রশ্রয় দেবে না কেন্দ্রীয় ছাত্রলীগ।’
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক খোঁজখবর নিয়ে মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত ও নির্দেশনা দেবেন বলেও জানান নাজির আহমেদ। এ ক্ষেত্রে চবি ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে শোকজ, বহিষ্কার কিংবা সাংগঠনিক শাস্তির ব্যবস্থা নিলে তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।
পান থেকে চুন খসলেই ক্যাম্পাস অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে চবি ছাত্রলীগের বিরুদ্ধে
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১০টি উপগ্রুপ সক্রিয়। চুন থেকে পান খসলেই বিশ্ববিদ্যালয়ে অবরোধের ডাক দেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসব ক্ষেত্রে পূর্বঘোষণা ছাড়াই ক্যাম্পাসের শাটল ট্রেন বন্ধ করে দেয়ার অসংখ্য নজির রয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীরা প্রায়ই বিপাকে পড়েন।
শাখা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করার পরও সম্প্রতি পরপর দুবার ক্যাম্পাসে অবরোধের ডাক দেয়া হয়েছে। এতে কার্যত অচল হয়ে পড়ে পুরো ক্যাম্পাস।
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, পরিবহন পুল বন্ধ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও।