নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়া গ্রামে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩২টি ভেড়া।
রোববার রাত সাড়ে ৮টার দিকে চরবালুয়া গ্রামের কৃষক জামশেদের খামারে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্র জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে জামশেদের খামারে আগুন জ্বলতে দেখে আশপাশের মানুষ। পরে বিষয়টি স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা করলে গ্রামের লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন।
কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, তা নেভানোর আগেই পুরো খামার এবং খামারে থাকা ৩২টি ভেড়া জীবন্ত পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক জামশেদ বলেন, ‘সন্ধ্যায় ভেড়াগুলোকে খামারে রেখে আমি স্থানীয় বাজারে যাই। রাত ৮টার দিকে আগুন দেখে লোকজন আমাকে খবর দিলে দ্রুত খামারে আসি। এ সময় স্থানীয়রা এগিয়ে এলেও আগুনের তীব্রতা দেখে তারা ভয় পেয়ে যায়। খামারে থাকা ৩২টি ভেড়া নিমেষেই পুড়ে ছাই হয়ে যায়।’
জামশেদের অভিযোগ, স্থানীয় আবদুল হামিদ মিস্ত্রি নামে এক ব্যক্তির সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ। এর জের ধরেই রোববার রাতে খামারের ভেতর কেউ না থাকার সুযোগে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।
এ ঘটনায় অন্তত ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন জামশেদ।
অভিযোগের বিষয়ে আবদুল হামিদ মিস্ত্রির ব্যবহৃত মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।
হামিদ মিস্ত্রির সঙ্গে জামশেদের জায়গা-জমি নিয়ে বিরোধে একটি মামলা গ্রাম আদালতে আছে বলে নিশ্চিত করেছেন চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক।
চরবালুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রমজান হোসেন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন কীভাবে লেগেছে তা তদন্ত করা হচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাদেকুর রহমান বলেন, ‘ক্ষতিগ্রস্তদের অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।’