বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোশারফ হোসেন ভূইয়া নামে এক দলিল লেখককে হত্যার মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন স্ত্রী শাহিনুর আক্তার।
নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মহসিনের আদালতে সোমবার বিকেলে জবানবন্দি দেন শাহিনুর। আদালত ওই জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
এর আগে স্বামীকে হত্যার সন্দেহে রোববার শাহিনুর আক্তারকে আটক করেছিল পুলিশ।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, নিহতের বড় ভাই সুলেইমানের করা মামলায় শাহিনুর আক্তারকে আদালতে তোলা হলে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। হত্যায় জড়িত থাকার কথা তিনি স্বীকার করেছেন।
রোববার দুপুরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রাম থেকে মোশারফের মরদেহটি উদ্ধার করে পুলিশ। মোশারফ ওই গ্রামেরই আব্দুল কাদির ভূইয়ার ছেলে।
এর আগে সকালে শাহিনুর আক্তার প্রতিবেশীদের জানান, শনিবার মধ্যরাতে ডাকাতরা বাড়িতে এসে তার স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে বাথরুমে নিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। কিন্তু খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতির কোনো আলামত পায়নি।
পরে শাহিনুর আক্তার একটি বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িত বলে তথ্য পায় পুলিশ। তাই স্বামীকে হত্যার সন্দেহে শাহিনুরকে আটক করা হয়।
এ ঘটনায় রাতেই নিহতের বড় ভাই শাহিনুরসহ দুজনকে আসামি করে মামলা করেন।