বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক্সপ্রেসওয়ের শ্রমিকদের বিক্ষোভ কেন জানতে তদন্ত

  •    
  • ২৫ সেপ্টেম্বর, ২০২২ ১৯:৩৪

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ বিষয়ে অবগত হয়েছি, যা অত্যন্ত গুরুতর অভিযোগ এবং তা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। আমরা এ স্পর্শকাতর বিষয়ের সত্যতা অনুসন্ধান করছি।’

রাজধানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকদের বেতন পরিশোধের পরও কেন পাওনা দাবিতে আন্দোলন হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা এফডিইই কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে রোববার এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর তাদের নিয়োজিত উপঠিকাদার ও তাদের মনোনীত এজেন্টের নিয়োগ করা কিছু শ্রমিক তেজগাঁও এলাকায় নির্মাণস্থানে বকেয়া বেতন ও কিছু কাজের শর্তের বিষয় নিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকরা ভাঙচুর করে বলেও বলা হয়।

সংক্ষুব্ধ শ্রমিকদের দাবির বিষয়ে এফডিইই সহাভূতিশীল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বলে, ‘আমরা উপঠিকাদারকে সময়মতো বিল পরিশোধ করেছি। উপঠিকাদারও আমাদের নিশ্চিত করেছে, তারা তাদের তিন শ্রমিক এজেন্টকে যাবতীয় বেতন পরিশোধ করেছে। তার পরও কোথাও বেতন বকেয়া আছে কি না এই বিষয়ের সত্যতা যাচাই করতে অনুসন্ধান অব্যাহত রেখেছি।’

প্রকল্পের কিছু ব্যবস্থাপক শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ উঠেছে। এটিকে গুরুতর অভিযোগ হিসেবে দেখছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ বিষয়ে অবগত হয়েছি, যা অত্যন্ত গুরুতর অভিযোগ এবং তা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। আমরা এ স্পর্শকাতর বিষয়ের সত্যতা অনুসন্ধান করছি।’

অনুসন্ধানে কেউ দোষী প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ নিপীড়িত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানানো হয়।

এ বিভাগের আরো খবর