নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে মোশারফ হোসেন ভূইয়া নামে এক দলিল লেখককে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রোববার বিকেলে নিহতের স্ত্রী শাহিনুর আক্তারকে আটক করেছে পুলিশ।
এর আগে দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রাম থেকে মোশারফের মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল কাদির ভূইয়ার ছেলে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসীর বরাতে ওসি বলেন, ‘সকালে নিহতের স্ত্রী শাহিনুর আক্তার এলাকাবাসীকে জানায়, শনিবার মধ্যরাতে তিন থেকে চারজনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে তার স্বামী মোশারফকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে বাথরুমে নিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে পালিয়ে যায় ডাকাতরা।’
ওসি জানান, ঘটনা জানতে পেরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোশারফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি বলেন, ‘নিহতের বাড়ি পরিদর্শন করে ডাকাতির কোনো আলামত পাওয়া যায়নি। তাই হত্যায় জড়িত সন্দেহে তার স্ত্রী শাহিনুর আক্তারকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করেছে সে।’
এই হত্যায় জড়িত সন্দেহে আরও একজনকে শনাক্ত করে তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সোনারগাঁ) বিল্লাল হোসেন বলেন, ‘পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করে ডাকাতি বলে চালিয়ে দিতে চেয়েছিল স্ত্রী। সেখানে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’