বিকাশ ব্যবসায়ীকে জাল টাকা গছিয়ে দেয়ার সময় মেহেরপুরের গাংনীতে ফখরুল ইসলাম নামে এক প্রতারককে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
শনিবার বেলা ৩টার দিকে গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের করমদি বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করেন।
ব্যবসায়ী হাসান আলী অভিযোগ করেন, ‘শনিবার দুপুরে করমদি বাজারে নিজের দোকানে বসে থাকার সময় এক ব্যক্তি ১০ হাজার টাকা বিকাশ করতে আসেন। বাড়িওয়ালা অসুস্থ, তাই দ্রুত দশ হাজার টাকা বিকাশ করতে হবে বলে জানান। টাকা পাঠানোর পর তিনি যে নোট দেন তা দেখে সন্দেহ হয়।
‘পরীক্ষা করে নোটগুলো জাল বলে নিশ্চিত হলে অন্য ব্যবসায়ীদের সহযোগিতায় আটক করা হয় ফখরুল নামের ব্যক্তিকে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।’পুলিশ জানায়, ফখরুল ইসলামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার খেজুরবাড়িয়া গ্রামে। মেহেরপুরে তার অবস্থানসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মনজিত কুমার বলেন, ‘জাল টাকা নিয়ে বিকাশ ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করার সময় ফখরুল ইসলাম নামের একজনকে জনতা আটক করেছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’