বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২২ হাজার লিটার ডিজেল জব্দ

  •    
  • ২৪ সেপ্টেম্বর, ২০২২ ২২:১৪

ইঞ্জিনচালিত দুটি ট্রলারে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ২২ হাজার লিটার ডিজেল, যা চোরাই তেল বলে ধারণা করা হচ্ছে। অভিযানে আটক করা হয় জলিল সরদার ও তারেক রহমান নামে দুজনকে।

ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে কোস্টগার্ড জব্দ করেছে ২২ হাজার লিটার ডিজেলসহ দুটি ট্রলার। এ সময় আটক করা হয়েছে দুজনকে।

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর গ্রামসংলগ্ন নদীতে শুক্রবার গভীর রাতে এ অভিযান চলে।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরির কাছে ধলেশ্বরী নদীতে শুক্রবার রাতে বিশেষ অভিযান চালায় পাগলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকীন নির্ণয়ের নেতৃত্বে একটি টিম। ইঞ্জিনচালিত দুটি ট্রলারে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ২২ হাজার লিটার ডিজেল, যা চোরাই তেল বলে ধারণা করা হচ্ছে।

অভিযানে আটক করা হয় জলিল সরদার ও তারেক রহমান নামে দুজনকে। তাদের বাড়ি পটুয়াখালীর মহিপুর ও লক্ষ্মীপুরের কমলনগরে। জব্দ করা ডিজেলের বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি।

কোস্টগার্ড কর্মকর্তা খন্দকার মুনিফ তকি জানান, জব্দ করা ডিজেলের বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা। ডিজেলসহ আটক দুজনকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর