বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রামপাল বিদ্যুৎকেন্দ্রের চুরির মালামাল উদ্ধার

  •    
  • ২৪ সেপ্টেম্বর, ২০২২ ২০:২১

র‍্যাব-৬ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন কাতিয়ানাংলা থেকে চুরির মালামাল উদ্ধার করে। এ সময় ছয়জনকে গ্রেপ্তারের পাশাপাশি চুরির কাজে ব্যবহার করা ট্রলার ও মোটরসাইকেল জব্দ করা হয়।

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের চুরি হওয়া পাইপসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

খুলনার বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা এলাকা থেকে শনিবার ভোররাতে উদ্ধার হয় প্রায় ১ হাজার ২০০ কেজি ওজনের লোহার পাইপ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে।

র‍্যাব-৬-এর সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) তারেক আমান বান্না এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কবির শেখ ওরফে কবির ডাকাত, বাবু শেখ, জাবের শেখ, মহসিন গাজী, মিকাঈল শেখ ও আবু হুরাইরা মোল্লা নামের ব্যক্তিদের হেফাজত থেকে চুরির মালামাল উদ্ধার হয়েছে।

র‍্যাব কর্মকর্তা বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন মালামাল চুরি হচ্ছিল। স্থানীয় একটি চক্র বিভিন্ন সময়ে এসব মালামাল সরিয়ে নিয়ে যাচ্ছিল। অভিযোগ পেয়ে র‌্যাবের একটি গোয়েন্দা দল সেখানে নজরদারি শুরু করে।

গত শুক্রবার রাতে বিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইয়ার্ড থেকে চুরি হয় ১ হাজার ২২০ কেজি ওজনের ২৯টি লোহার পাইপ, যার অনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।

র‍্যাব হেফাজতে কবির ডাকাত ও তার সহযোগীরা। ছবি: সংগৃহীত

গোয়েন্দা তৎপরতার মাধ্যমে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন কাতিয়ানাংলা থেকে এসব চুরির মালামাল উদ্ধার করা হয়। এ সময় ছয়জনকে গ্রেপ্তারের পাশাপাশি চুরির কাজে ব্যবহার করা ট্রলার ও মোটরসাইকেল জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার কবির শেখের বিরুদ্ধে ১৪টি মামলা আছে। যার মধ্যে তিনটি অস্ত্র মামলা, পাঁচটি হত্যাচেষ্টা ও তিনটি চুরির মামলা আছে। কবির স্থানীয়ভাবে ডাকাত সর্দার হিসেবে পরিচিত। তার বাহিনী দাকোপ, রামপাল ও বটিয়াঘাটা এলাকায় চুরি-ডাকাতি করে আসছিল বলে অভিযোগ আছে।

গ্রেপ্তার করা ব্যক্তিদের বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর