জামালপুর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর স্বপ্না আক্তার লিপির বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগের প্রমাণ পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর পর থেকে ভুক্তভোগীর পরিবারকে নানাভাবে স্বপ্না ও তার স্বামী হুমকি দিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার দুপুরে জামালপুর প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রেজাউল করিম অভিযোগ করেন, জামালপুর পৌরসভার ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর স্বপ্না আক্তার লিপি ও তার স্বামী জ্বিলহজ আলী নাদু জোরপূর্বক তার জমি ও দোকান দখল করেছে। জামালপুর শহরের সিংহজানী মৌজার হযরত আলী মার্কেটের ০.৯০ শতাংশ জমি দখলের ঘটনায় জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলে দখলের বিষয়টি প্রমাণ হয়।
তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে কাউন্সিলর স্বপ্না আক্তার লিপিকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়ার পর থেকে স্বপ্না ও তার স্বামী রেজাউল করিম ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে নিজের জমি উদ্ধার ও পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি জানান রেজাউল।
সংবাদ সম্মেলনে রেজাউল করিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে কাউন্সিলর স্বপ্না আক্তার লিপি মোবাইল ফোনে বলেন, ‘জমি ও দোকানটি আমার স্বামীর পৈতৃক সম্পত্তি। এখানে দখলের কোনো বিষয় নেই। আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য একটি চক্র এসব অভিযোগ করছে। এ ছাড়া রাজনৈতিক কারণেই আমাকে বরখাস্ত করা হয়েছে। আমাকে বরখাস্ত করার ঘটনায় আমি আপিল করেছি। আপনি এলাকায় খোঁজ নিতে পারেন, আমি কেমন।’